বেরোবিতে শেষ হলো ইয়ুথ লিডারশিপ ট্রেইনিং

তরুণদের মাঝে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি ও নেতৃত্বদানের গুণাগুণ অর্জনের লক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চারদিন ব্যাপী অ্যাকটিভ সিটিজেন ইয়্যুথ লিডারশিপ ট্রেনিং শেষ হয়েছে। ‘ব্রিটিশ কাউন্সিল ও হাঙ্গার প্রজেক্টে’র অধীনে গত ৮ নভেম্বর থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছিলো।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় এই প্রশিক্ষণ হয় ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে প্রবন্ধ আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব দানের গুণাগুণ সৃষ্টির লক্ষ্যে বিষয়ভিত্তিক ও ব্যবহারিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকরা।

Post MIddle

এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাছাইকৃত ৩২ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রশিক্ষণ পরিচালনা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর রংপুর অঞ্চলের সমন্বয়কারী হাফিজুর রহমান হাফিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জান্নাত, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের খুশি, মিনহাজ, রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, সু-শাসনের জন্য নাগরিক(সুজন) এর আকবর হোসেন এবং দি হাঙ্গার প্রজেক্ট, রংপুর বিভাগের সমন্বয়কারী রাজেশ দে প্রমুখ।

পছন্দের আরো পোস্ট