রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্যের সাবেক শিক্ষার্থীদের ঔষধ ও ত্রাণ বিতরণ

অন্ন, বস্ত্র, বাসস্থানহীন শরণার্থী রোহিঙ্গাদের জন্য “ডক্টরস এসোসিয়েশন অব জিএসভিএমসি ১১ তম ব্যাচ”, “মাইকেল মাকসুদ ফাউন্ডেশন” এর আয়োজনে “অল ন্যাশন চ্যারিটি” ও “এক্সপেরিয়েন্স গ্রুপ” এর সহযোগিতায় পর্যন্ত ঔষধ ও ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

কক্সবাজার জেলার বিভিন্ন দুর্গম এলাকায় ( থ্যাংখালি, পটুবুনিয়া, লেদাবাজার, কুতুপালং) এই কর্মসূচি পরিচালিত হয় গত ১৮ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত।

এ সময় প্রায় ১০০০০ রোহিঙ্গা শরণার্থী পরিবারকে ত্রাণ ও ১৫০০০ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

Post MIddle

একই সাথে বাংলাদেশ সেনাবাহিনী (৩৯ বীর) এর সহযোগিতায় প্রায় ৭০০ রোহিঙ্গা শরণার্থী পরিবারের উপস্থিতিতে “জন্ম বিরতিকরন পদ্ধতির গুরুত্ব ও পরিষ্কার পরিচ্ছন্নতা” বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।

পাশাপাশি ক্যাম্প পরিচালনার বর্ধিত সময় অতিবাহিত হবার পরেও ঔষধের পর্যাপ্ততা থাকায় অবশিষ্টাংশ সুষ্ঠুভাবে বিতরনের জন্য রোহিঙ্গা শরণার্থী কেন্দ্রে অবস্থানরত MOAS (Migrant Offshore Aid Station), বাংলাদেশ সেনাবাহিনী (৩৯ বীর) ও গণস্বাস্থ্য কেন্দ্র,কক্সবাজার এর নিকট হস্তান্তর করা হয়।

পছন্দের আরো পোস্ট