জাবি মেডিক্যাল সেন্টারে নষ্ট ঔষধ: শিক্ষার্থীদের হামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে ভাংচুর চালিয়ে ‘নষ্ট’ ওষুধ পুড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চিকিৎসা সেবা নিতে এসে নষ্ট ওষুধ পাওয়ায় এ হামলা চালায় তারা। শুক্রবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মেডিক্যাল সেন্টারে চিকিৎসা সেবা নিতে আসে। পরে হলে গিয়ে সে ওষুধ খাওয়ার সময় নষ্ট ওষুধ দেখতে পায়। পরে ওই শিক্ষার্থী সহ আরো কয়েকজন শিক্ষার্থী মেডিক্যাল সেন্টারে এসে নষ্ট ওষুধ দেওয়ার কারণ জানতে চায়। তবে কোন সদুত্তর না পাওয়ায় বিভিন্ন হলের ২০-২৫ জন বিক্ষুব্ধ শিক্ষার্থী মেডিসিন স্টোরে ভাংচুর চালিয়ে নষ্ট ওষুধে আগুন ধরিয়ে দেয়।

Post MIddle

মেডিক্যাল সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, প্রশাসনের নির্ধারিত কিছু কোম্পানি থেকে এসব ওষুধ কেনা হয়। কিন্তু স্টোরে কিছুদিন রাখার পর ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে বেশ কয়েকবার জানিয়েছি।

এ বিষয়ে এক সহকারী প্রক্টর বলেন, এসব ওষুধ কেনা হয় টেন্ডারের মাধ্যমে। টেন্ডারে কোন গ্যাপ আছে কি না সেটা দেখা হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

পছন্দের আরো পোস্ট