মাতাল
একদিন আমি মাতাল হবো
সেদিন ভালোবাসায় প্লাবন বইবে।
সিডর নার্গিসরা হার মানবে
বাহুগুলো মিলেমিশে এক হয়ে যাবে।
আমি ভালোবাসার বাধ ভাঙবো
সাম্প্রদায়িকতায় লাথি মারবো।
সেখানে জীবের সেবাই হবে পরমব্রত
আত্মার আলিঙ্গনে যাপিত হবে জীবন।
আমি বীরের মত যুদ্ধে নামবো
শোষকের শোষণের বিরুদ্ধে;
লক্ষ কোটি নির্যাতিতের পক্ষে
সেদিন আমি সত্যিই মাতাল হবো।
আর বেশিদিন নয়
কেটে যাবে সাম্প্রদায়িকতার নামে অবক্ষয়;
একটাই হবে শ্লোগান
অসাম্প্রদায়িক সোনার বাংলা যেন রয়।