বেরোবিতে প্রতি আসনে ৪৫ শিক্ষার্থীর লড়াই
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। শুক্রবার (১০ নভেম্বর) ১১ টা ৫৯ মিনিটে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছুদের আবেদন প্রক্রিয়া শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে ২১টি বিভাগে কোটাসহ মোট ১৩১৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৫৮ হাজার ৯ শত ৬ জন ভর্তিচ্ছু।
আবেদন প্রক্রিয়া শেষে শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর এ তথ্য জানান।
রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর জানান, ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ১৯৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ৬১৯ জন, ‘বি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৩৭৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ৪৫৫ জন, ‘সি’ ইউনিটে (বিজনেস স্টাডিস অনুষদ) ২৪৫টি আসনের বিপরীতে ৬ হাজার ৯৯০ জন, ‘ডি’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ২৮০টি আসনের বিপরীতে ৮ হাজার ৬৯৫ জন, ‘ই’ ইউনিটে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ১০০টি আসনের বিপরীতে ৬ হাজার ৮৮৯ জন, ‘এফ’ ইউনিটে (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ১২০ টি আসনের বিপরীতে ৭ হাজার ২৫৮ জন প্রার্থী সফলভাবে আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলে ১০ নভেম্বর পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মত মাইনাস মার্ক যুক্ত হচ্ছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর। এছাড়া গতবারের তুলনায় এবারে ৮৫ টি আসন বৃদ্ধি করা হয়েছে।
আগামী ২৬-৩০ শে নভেম্বর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) তে পাওয়া যাবে।