সাদার্নে সপ্তাহ ব্যাপী ইনডোর গেমস উদ্বোধন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সাদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহ ব্যাপী ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ইউনিভার্সিটির ক্যাম্পাসে গেমস’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা এবং উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষার্থীরা। প্রথম দিনের খেলায় ডার্ট এ বিভিন্ন ক্যাটাগরিতে মোট সাত জন প্রতিযোগী চ্যাম্পিয়ন হন। বিজয়ীরা হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তারেক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নুসরাত। শিক্ষক ক্যাটাগরিতে প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ(সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ) ও আসমা জেরিন( ব্যবসায় প্রশাসন), কর্মকর্তায় মো. জাহেদুল আলম ও রওশন আকতার এবং এমএলএসএস মো. জাহাঙ্গীর।

Post MIddle

দাবা, ক্যারম ও টেবিল টেনিসসহ মোট সাতটি ইভেন্টে শিক্ষক, কর্মকর্তা , কর্মচারী ও শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক প্রতিযোগী বিভিন্ন খেলায় অংশ নিচ্ছে । আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে

পছন্দের আরো পোস্ট