ইবি’র অধীনে অনুষ্ঠিত কামিল স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত কামিল স্নাতকোত্তর ১ম পর্ব (অনিয়মিত) পরীক্ষা-২০১৫ এবং কামিল স্নাতকোত্তর ২য় পর্ব পরীক্ষা-২০১৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের আয়োজনে আজ (৭ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৩য় তলার সম্মেলন-কক্ষে অনুষ্ঠিত সংবাদ-সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে আপলোডের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করেন। পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে সংবাদ-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, এবার কামিল স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশে অগ্রগতি এবং ত্রুটিহীন ফলাফলের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধন্যবাদ প্রাপ্য। পরবর্তী ফাযিল পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সকলকেও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে আসন্ন ভর্তি পরীক্ষা এবং সমাবর্তন সফলভাবে আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ সংবাদ-সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

Post MIddle

দেশব্যাপী ১৩০টি কেন্দ্রে গত ২৩ এপ্রিল শুরু হওয়া কামিল স্নাতকোত্তর  পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৮,২২২ জন। এর মধ্যে ১ম পর্ব (অনিয়মিত)-এ পরীক্ষার্থী ছিলেন ৯২৯ জন। উত্তীর্ণ হন ৯৩.৭০ শতাংশ পরীক্ষার্থী। ২য় পর্বে পরীক্ষার্থী ছিলেন ১৭ হাজার ২ শত ৯৩ জন। উত্তীর্ণ হন ৯৭.৮৩ শতাংশ পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে ফলাফল জানা যাবে। প্রকাশিত ফলাফলে কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা ফল প্রকাশের দিন হতে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বরাবর লিখিতভাবে অবহিত করার জন্য বলা হয়েছে।

সংবাদ-সম্মেলনে ধর্মতত্ত্ব এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আবুল বারাকাত মোঃ ফারুক, মানবিক ও সামাজিক অনুষদের ডিন প্রফেসর নেছার উদ্দিন আহমদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আখতার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলী, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, কম্পিউটার সেন্টার-এর পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ-সম্মেলনটি পরিচালনা করেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম।

পছন্দের আরো পোস্ট