প্রজাতন্ত্রের কর্মচারিদের নাগরিকদের সেবায় এগিয়ে যেতে হবে

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) আয়োজিত ‘ম্যানেজিং চেঞ্জ ফর বেটার পাবলিক ডেলিভারি: সাউথ এ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান এক্সপিরিয়েন্স’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, যে কোনো পরিস্থিতিতে প্রজাতন্ত্রের কর্মচারিদের নাগরিকদের সেবায় এগিয়ে যেতে হবে। উপাচার্য বলেন, নাগরিক সেবা পৌঁছে দেবার লক্ষ্যে নাগরিকদের কাছে যেতে হবে। নাগরিকদের কথা শুনতে হবে। অভাব, অভিযোগ প্রতিকারের মধ্যদিয়ে জনপ্রশাসনকে জনবান্ধবে পরিণত করতে হবে। উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন যে, সেমিনারে অংশগ্রহণকারী দেশি-বিদেশী অভিজ্ঞ ব্যক্তিদের মতামত ও নির্দেশনার আলোকে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও জনগণের সেবার মান আরো বৃদ্ধি পাবে।

Post MIddle

বিপিএটিসি’র রেক্টর সিনিয়র সচিব ড. এম. আসলাম আলম সভাপতি হিসেবে তাঁর ভাষণে বলেন, সাম্প্রতিককালে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছে। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিগণ মানুষের লক্ষ্য পূরণে সার্বিক সহযোগিতা করতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রশাসনিক কর্মকর্তাদের অর্জিত মেধা ও জ্ঞান সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিশেষ সহযোগিতা করবে। বিপিএটিসি’র মিলনায়তনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহেদুল হক মোল্লা এনডিসি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ড. রিজওয়ান খায়ের।

৫ – ৬ নভেম্বর অনুষ্ঠিত এ সেমিনারে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়ার প্রতিনিধি এবং বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ বাংলাদেশ ক্যাডার সার্ভিসের সদস্যগণ অংশগ্রহণ করেন। বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপনী অনুষ্ঠানটি শেষ হয়।

পছন্দের আরো পোস্ট