ইবিতে বৃহত্তর দিনাজপুর জেলা কল্যাণ সমিতির নবীন বরণ প্রবীন বিদায়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর দিনাজপুর ( দিনাজপুর – ঠাকুরগাঁও – পঞ্চগড় ) জেলার ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ, প্রবীন বিদায় ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির রোভার স্কাউট অফিস রুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত জেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম এর সঞ্চলানায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহত্তর দিনাজপুর ( দিনাজপুর – ঠাকুরগাঁও – পঞ্চগড় ) জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি কাম্রুজ্জামান নয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি বৃহত্তর দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা প্রফেসর ডঃ শহিদুল ইসলাম নুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আসাদুজ্জামান নুর ও আইসিই বিভাগের প্রফেসর ডঃ পরেশ চন্দ্র ব্রমন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. শহিদুল ইসলাম নুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন । অনুষ্ঠানে পরবর্তী কমিটি গঠনের জন্য এক ৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে দুপুরে প্রীতিভোজ ও পরে সমিতির সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।