অধ্যাপক ড. শংকর কুমার দাশ বাকৃবির বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নতুন প্রভোস্ট
বাংলাদেশ কৃৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নয়া প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. শংকর কুমার দাশ। বৃহষ্পতিবার (২নভেম্বও ২০১৭) বিকেলে হলে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি সাবেক প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক ও সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের স্থলাভিসিক্ত হলেন। এর আগে অধ্যাপক ড. শংকর কুমার দাশ প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের এসোসিয়েট ডিরেক্টর, ভিজিটিং এসোসিয়েট প্রফেসর, ফুকুই বিশ্ববিদ্যালয়, জাপান , পোস্ট ডক্টরাল ফেলো, ফুকুই বিশ্ববিদ্যালয়, জাপান , টিচিং এসিস্টেন্ট, ফুকুই বিশ্ববিদ্যালয়, জাপান এ সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।