৩০০ যুব প্রানের যুব সম্মেলন

গত (৪ নভেম্বর ২০১৭) শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো YOUTH SYMPOSIUM OF LEADERSHIP DEVELOPMENT -2017।

অনুষ্ঠানের স্লোগান ছিলো Leadership is not a title, It’s a behavior, Live it. আয়োজনে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাড়া জাগানো অনলাইন স্কুল 10 MINUTE স্কূলের এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা জনাব আয়মান সাদিক, উপস্থিত ছিলেন গোলাম সামদানি ডন -Chief Inspirational Officier At Don-Sumdany Facilitation And Consultancy ।

Post MIddle

আয়োজনে প্রায় ৩০০ যুব প্রানের সঞ্চারণ ঘটে যেখানে উপস্থিত বক্তারা তাদের অনুপ্রাণিত করেন তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য এর মাধ্যমে।বাংলাদেশে খাদ্য অধিকার আইন প্রতিষ্ঠার জন্যও একটি অনলাইন সিগনেচার ক্যাম্পেইন চালু করে অনুষ্টানের আয়োজকরা। অনুষ্ঠানটি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালইয়ের স্বনামধন্য সংগঠন ইয়ুথ এগেইন্‌স্ট হাঙ্গার, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট।

সংগঠন সম্পর্কে যে কোন তথ্য জানতে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ০১৬১১২১২০৭১

পছন্দের আরো পোস্ট