বাউয়েট-প্রথম আলো বন্ধুসভার পরিচ্ছন্নতা অভিযান

গতকাল (৫ নভেম্বর ২০১৭) রবিবার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর বাউয়েট-প্রথম আলো বন্ধুসভার শিক্ষার্থীদের উদ্যোগে প্রথম আলোর ১৯ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে আব্দুলপুর জংশনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, বন্ধুসভার উপদেষ্টা প্রক্টর ও গণিত বিভাগের প্রধান- সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দীন, ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ হামিদুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নাজমুল হুদা, মোঃ আব্দুর রশীদ, প্রভাষক মোঃ শামসুজ্জোহা, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম, বাউয়েট প্রথম আলো বন্ধুসভার সভাপতি মোঃ মুহাইমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নাজমুচ্ছায়াদত (অনিক), সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক রুমি, কমিটির অন্যান্য সদস্য ইমরান, উর্মি, মাহী, সোহাগ, পাপ্পু, নাঈম প্রমূখ।

Post MIddle

বন্ধুসভার সদস্যগণ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে রেল স্টেশনে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় এবং সচেতনতা সৃষ্টির লক্ষে জন সাধারণের সাথে মতবিনিময় করেন। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সবাইকে উৎসাহিত করেন এবং ডাস্টবিন স্থাপন করেন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীরা সাধারণ যাত্রীদের উঠা নামার সুবিধার্থে প্লাটফরমের কয়েকটি স্থানে সংস্কার করে। এর আগে তারা ধূপইল গ্রামের শতবর্ষী নারী শ্রীমতি ননীবালা হালদার (১২২ বছর) কে ব্যবহার্য সামগ্রী উপহার দেয়।

পরিচ্ছন্নতা অভিযান

পছন্দের আরো পোস্ট