শাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা-২০১৭ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেছে পরিসংখ্যান (ছেলে) ও স্থাপত্য (মেয়ে) বিভাগ। ছেলে ও মেয়ে উভয় বিভাগেই রানার আপ হয়েছে অর্থনীতি বিভাগ।
Post MIddle
সোমবার বিকেলে সপ্তাহব্যপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিকাল আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ছেলেদের খেলায় ২-১ সেটে অর্থনীতিকে হারায় পরিসংখ্যান বিভাগ ও মেয়েদের খেলায় ২-০ সেটে অর্থনীতিকে হারায় স্থাপত্য বিভাগ।

প্রতিযোগিতা শেষে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করে সুন্দর ও সুষ্ঠুভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর জহির উদ্দিন আহমেদ, শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক চৌধুরী-সউদ-বিন আম্বিয়াসহ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

//স

পছন্দের আরো পোস্ট