কাজে ফাঁকি দিলে দূরের জেলায় বদলি

 বারংবার বলেও কোনও লাভ না হওয়ায় এবার সরাসরি হুমকির পথেই হাঁটলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘‘কাজে ফাঁকি বন্ধ না করলে শিক্ষক-শিক্ষিকাদের দূরের জেলায় বদলি করা হবে৷ প্রয়োজনে অন্য শাস্তির মুখেও পড়তে পারেন তাঁরা।’’

ঘটনাস্থল, বেহালা কলেজ৷ রবিবার বেহালা কলেজে অধ্যক্ষ পরিষদের বিজয়া সম্মিলনীতে হাজির হয়েছিলেন শিক্ষামন্ত্রী৷ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি৷ কিন্তু বক্তব্য রাখতে গিয়ে হাজিরার প্রশ্নে যেভাবে শিক্ষক শিক্ষিকাদের কাঠগোড়ায় তুললেন তাতে বিজয়া সম্মিলনীতে মিষ্টিমুখের পরিবর্তে কার্যত মুখ তেতো করে বাড়ি মুখো হতে বাধ্য হলেন শিক্ষক-শিক্ষিকারা৷
রাজ্যের বহু শিক্ষা প্রতিষ্ঠানেই কলেজ বিশ্ববিদ্যালয়ে সময়ে না আসার অভিযোগ রয়েছে একাংশ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে৷ বহু ক্ষেত্রে শিক্ষকদের গড় হাজিরার প্রতিবাদে পড়ুয়া বিক্ষোভও হয়েছে৷ তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক-শিক্ষিকাদের সঠিক সময়ে উপস্থিতি বাধ্যতামূলক করতে বারংবার বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু কাজের কাজ কিছু হয়নি৷ অগত্যা, হাজিরায় কড়াকড়ি করতে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে চলেছে শিক্ষা দফতর৷

Post MIddle

এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী এদিন শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, ‘‘পড়ুয়ারা তো আপনাদের দেখেই শিখবে৷ আপনারা নিজেরাই যদি সময়ে ক্লাসে না আসেন তাহলে তাঁরা তো অবাধ্য হবেই৷’’ বেশ কিছু কলেজ মোটা অঙ্কের টাকার বিনিময়ে পড়ুয়াদের ভর্তি করেছে বলে অভিযোগ উঠেছিল৷ শিক্ষামন্ত্রী জানান, ‘‘বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে৷ অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পড়ুয়াদের রেজিস্ট্রেশন দেওয়া হবে না৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷’’

প্রেসিডেন্সির মতো নামী প্রতিষ্ঠানেও এবার স্নাতক ও স্নাতকোত্তর দুই স্তরেই বেশ কিছু আসন খালি রয়েছে৷ এই প্রসঙ্গ উত্থাপন করে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ তাঁর কথায়, ‘‘আসন খালি পড়ে থাকার অর্থ কর্তৃপক্ষ এবিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না৷’’ শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি পড়ুয়াদের উপস্থিতিও নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য৷ শিক্ষামন্ত্রী জানান, ৬০ শতাংশ উপস্থিতি না থাকলে সংশ্লিষ্ট পড়ুয়া ছাত্র কাউন্সিলের নির্বাচনে যোগ দিতে পারবেন না। আমরা শীঘ্রই এই নিয়ম আনছি৷

সুত্র:কলকাতা২৪

পছন্দের আরো পোস্ট