ড. নূরুল ইসলাম ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য

অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম ইস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে আজ (৫ নভেম্বর ২০১৭ ) রবিবার দায়িত্বভার গ্রহন করেন। ইতিপূর্বে উপাচার্য (প্রস্তাবিত) হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মোহীত উল আলম ৪ নভেম্বর ২০১৭ তারিখে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন।

Post MIddle

অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন হলের প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, এ্যাকাডেমিক ও সিনেটের সদস্যসহ বিভিন্ন কমিটিতে অনবদ্য অবদান রাখেন।

সরকারী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তিনি বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ডিন ও অন্যান্য উচ্চতর পদে নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭২ সালে যুক্তরাজ্যের গ্লাসগো ইউনিভার্সিটি হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে ১৯৭৯ সালে কমনওয়েলথ ফেলোশীপ নিয়ে পোষ্ট ডক্টরাল গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।

পছন্দের আরো পোস্ট