যে কারনে স্কুলেই নগ্ন হতে হলো দুই ছাত্রীকে
ক্লাসরুম থেকে সহপাঠিনীর ৭০ টাকা চুরি যায়। অভিযোগের ভিত্তিতে শিক্ষকদের কমনরুমে ক্লাস টেনের দুই ছাত্রীকে ডেকে পাঠানো হয়। অভিযোগ সেখানে তাদের নগ্ন করে তল্লাশি করার পাশাপাশি তারাই চুরি করেছে বলে বলতে বাধ্য করানো হয়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামোহ জেলায়। রাজ্যের স্কুল শিক্ষা দফতর গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
ওই দুই ছাত্রীর অভিযোগ, সহপাঠিনীর টাকা চুরি যাওয়ার পর হঠাতই তাদের ডেকে পাঠান এক শিক্ষিকা। ছাত্রীদের আরও অভিযোগ, ওই শিক্ষিকা বার বার টাকা নেওয়ার কথা মুখ দিয়ে বলিয়ে নিতে চাপ দেন।
কিন্তু তাতে রাজি না হওয়ায়, স্কুলের মধ্যেই তাদের নগ্ন করে তল্লাশি শুরু করেন অভিযুক্ত শিক্ষিকা। গোটা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্কুল শিক্ষা দফতর।
উল্লেখ্য, চলতি বছর উত্তরপ্রদেশের একটি স্কুলে ৭০ জন ছাত্রীকে নগ্ন করে তল্লাশি করা হয়েছিল। এই ঘটনায় গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।