ড. নূরুল ইসলাম ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য
অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম ইস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে আজ (৫ নভেম্বর ২০১৭ ) রবিবার দায়িত্বভার গ্রহন করেন। ইতিপূর্বে উপাচার্য (প্রস্তাবিত) হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মোহীত উল আলম ৪ নভেম্বর ২০১৭ তারিখে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন।
অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন হলের প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, এ্যাকাডেমিক ও সিনেটের সদস্যসহ বিভিন্ন কমিটিতে অনবদ্য অবদান রাখেন।
সরকারী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তিনি বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ডিন ও অন্যান্য উচ্চতর পদে নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭২ সালে যুক্তরাজ্যের গ্লাসগো ইউনিভার্সিটি হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে ১৯৭৯ সালে কমনওয়েলথ ফেলোশীপ নিয়ে পোষ্ট ডক্টরাল গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।