কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে পাচঁটি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর (রবিবার) থেকে ২৩ নভেম্বর ২০১৭ইং (বৃহস্পতিবার) পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন গত ১ অক্টোবর (রবিবার) হতে শুরু হয়েছে এবং আজ ৫ নভেম্বর (রবিবার) রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
১৯ নভেম্বর ‘AL’ ইউনিট, ২০ নভেম্বর ‘AP’ ইউনিট, ২১ নভেম্বর ‘B ইউনিট, ২২ নভেম্বর ‘C’ ইউনিট, ২৩ নভেম্বর ‘D’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)- এ পাওয়া যাবে।