ব্যয় বেশি টেক্সটাইলে,কম জগন্নাথে
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী প্রতি সরকারের সবচেয়ে বেশি ব্যয় হয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদ দিলে সবচেয়ে কম ব্যয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।টেক্সটাইলের প্রতি জন শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক ব্যয় ৬ লাখ ৪৭ হাজার ১৬৮ টাকা। যেখানে জগন্নাথের শিক্ষার্থীদের জন্য ব্যয় মাত্র ২৫ হাজার ৭৩৪ টাকা।
দেশের প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি সরকারের বার্ষিক ব্যয় ১লাখ ১হাজার ২০৮ টাকা।
সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত শিক্ষার্থী প্রতি খরচের তুলনামূলক চিত্র প্রকাশ করেছে। এ হিসাব প্রতিবেদনে জাতীয় বিশ্ববিদ্যালয় বাদে ৩৬ টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারের খরচের চিত্র উঠে এসেছ। এতে দেখা যায় প্রতিবছরই শিক্ষার্থীদের জন্য কম বেশি ব্যয় বেড়েছে সরকারের।
সর্বশেষ ২০১৫ অর্থবছরের হিসেবে অনুযায়ী টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পরে খরচের ক্ষেত্রে এগিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। চারটি কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ছাড়া প্রতিটির শিক্ষার্থীর পেছনেই সরকারের ব্যয় লাখের ওপরে। বেশি পান গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের পেছনে সরকারের মাথাপিছু ব্যয় ২লাখ ৭৪ হাজার ৬১০ টাকা। সবচেয়ে কম বরাদ্দ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের জন্য ব্যয় ৮৯ হাজার ৬৫০ টাকা।
বিশেষায়িত চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে প্রতি বছর সরকারের ব্যয় ১ লাখ ২৯ হাজার টাকা।
সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় খুলনা বিশ্ববিদ্যালয়ে। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য সরকারের বার্ষিক ব্যয় ১ লাখ ২৩ হাজার ৮১৬ টাকা। সব ধরনের বিশ্ববিদ্যালয় মিলিয়ে সবচেয়ে পিছিয়ে থাকা রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খরচ মাত্র ২৫ হাজার ৭৩৪ টাকা।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় ৭৩ হাজার ৪৩৪ টাকা। সবচেয়ে কম, ২৮ হাজার ৬৬৯ টাকা বরাদ্দ পান গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) শিক্ষার্থীদের পেছনে; তাদের পেছনে সরকারের বছরে খরচ ৯৬ হাজার ২০৪ টাকা। সবচেয়ে কম বরাদ্দ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রুয়েট) শিক্ষার্থীদের জন্য। তাদের জন প্রতি খরচ ৭৬ হাজার ৭৭৪ টাকা।
দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারের বছরে খরচ ১ লাখ ৫৫ হাজার ২৮৪ টাকা।