বেরোবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক “মেমোরি অফ দ্যা ওয়ার্ল্ড” হিসেবে ঘোষণা দেয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে বিশশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার বেলা ১২ টার দিকে আনন্দ র্যালিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে পার্কমোড়ে এসে শেষ হয়।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখের নেতৃত্বে আনন্দ র্যালিতে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।