বশেমুরবিপ্রবিতে প্রতি আসনে ২৬ শিক্ষার্থী
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৬ জন। বিশ্ববিদ্যালয়টিতে আটটি ইউনিটের অধীনে ৩১ বিভাগে ৩ হাজার একজন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।মোট ৭৬ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, এই বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ১২ হাজার ৪৯৪ জন, ‘বি’ ইউনিটে ৯ হাজার ৩৮৮ জন, ‘সি’ ইউনিটে ১৫ হাজার ৩২১ জন, ‘ডি’ ইউনিটে ৫ হাজার ৯৬৩ জন, ‘ই’ ইউনিটে ১২ হাজার ৬৫৫ জন, ‘এফ’ ইউনিটে ৬ হাজার তিনজন, ‘জি’ ইউনিটে ৫ হাজার ৪০২ জন এবং ‘এইচ’ ইউনিটে ৯ হাজার ৫২৭ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।
‘ডি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর, ‘এফ’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ নভেম্বর, ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর এবং ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।