কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘এ মিডসামার নাইটস ড্রিম’ মঞ্চায়িত
শেক্সপিয়রের কমেডি নাটক ‘এ মিডসামার নাইটস ড্রিম’ মঞ্চস্থ করলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ (টিপিএস) বিভাগের স্নাতকোত্তর ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের কলাভবনের স্টুডিও থিয়েটার হলে ১ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া নাটকটি একই সময়ে প্রতিদিন চলবে ৫ নভেম্বর (রবিবার) পর্যন্ত। দর্শকদের ব্যাপক আগ্রহ-উদ্দীপনায় নাটকটি বেশ ভালভাবেই নিচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রায় প্রতিটি শো দর্শকে হাউজফুল থাকে।
নাটকের নির্দেশক থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভুঁইয়া ইলা বলেন, ‘এ মিডসামার নাইটস ড্রিম’ মূলত একটি প্রেমের গল্প। কোনো এক রৈখিক কাহিনি এতে নেই। নাট্যকারের (শেক্সপিয়র) পুরাতন কৌশলকে নতুনত্বের ঘরাণায় ফেলে আমরা নতুনভাবে সাজাতে চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, মূল টেক্সট কিংবা সুধাংশুরঞ্জন ঘোষের অনুবাদকে আমরা হুবহু গ্রহণ করিনি, নাট্যকারকে প্রাধান্য দিয়ে সাম্প্রতিক উপযোগিতার কথা বিবেচনা করেছি।
নাটকটির সেট পরিকল্পনা করেছেন উক্ত বিভাগের প্রভাষক মো. কামাল উদ্দীন । তিনি বলেন, নাটকটি নির্মাণে বিভাগের সকল শিক্ষকের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ও সার্বক্ষণিক মনিটরিং এর কারণে নান্দনিকতার সাথে নাটকটির আয়োজন সম্পূর্ণ হয়েছে।