কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস পালিত

জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ০৩ নভেম্বর (শুক্রবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পালিত হয়ে গেলো জেল হত্যা দিবস- ২০১৭। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুম্মা এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব এবং সাংবাদিক সমিতির সাংবাদিকগণ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মো: শহীদ উল্লাহ। এ সময় মহান চার নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এদিকে সকালে জেলহত্যা দিবসে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও শোক র‌্যালী করেছেন জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

পছন্দের আরো পোস্ট