ইবির আল-হাদীস বিভাগে এ্যালামনাই সম্মেলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে এ্যালামনাই সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিভাগের পক্ষ থেকে অনুষদ ভবনের ৪০৩ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বিভাগের প্রফেসর ড. সেকেন্দার আলী, প্রফেসর ড. জাকির হুসাইন, প্রফেসর ড. ময়নুল হক, প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলমসহ বিভাগের পুরাতন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যেমে বিভাগের নতুন-পুরাতন শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি হয়। শিক্ষক-শিক্ষার্থীরা জানতে পারেন পুরাতন শিক্ষার্থীদের অবস্থান। বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের বিপদ-আপদে সহজে পাশে দাড়াতে পারে পুরাতন শিক্ষার্থীরা। এছাড়াও বিভাগের শিক্ষার্থীরা চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় ধরণের ভ’মিকা পালন করে থাকে এ্যালামনাই অ্যাসোসিয়েশন।