ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে লোক-বক্তৃতা ও সেমিনার

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে লোক বক্তৃতা এবং বাংলাদেশের টেকসই খাদ্য নিরাপত্তা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান দুটি আজ (২ নভেম্বর ২০১৭) বৃহস্পতিবার সকালে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল রিলেশন্স বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে লোক-বক্তৃতা অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। বক্তৃতায় ড. মুনতাসীর মামুন বঙ্গবন্ধু ১৯৪৭ সালের পর হতে কিভাবে স্বাধীন বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় অগ্রসর হয়েছেন সে বর্ণনা তুলে ধরা হয়।

Post MIddle

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বাংলাদেশের টেকসই খাদ্য নিরাপত্তা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের প্রধান আলোচক ছিলেন দাতা সংস্থা ইউএসএআইডি’র কৃষি বিশেষজ্ঞ মো. নজরুল ইসলাম। তিনি ভবিষ্যতে বাংলাদেশের টেকসই খাদ্য নিরাপত্তার বিভিন্ন করনীয় সর্ম্পকে আলোচনা করেন।

এসব অনুষ্ঠানে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. রফিকুল হুদা চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ – উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম, সুইডিশ ইনস্টিটিউট এর প্রজেক্ট ম্যানেজার মাইকেল সালোমনসন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিজনেস ও ইকোনোমিক্স অনুষদের ডীন অধ্যাপক ড. তানবীর আহমেদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. অনুপ চৌধুরী, সোশাল রিলেসন্স বিভাগের চেয়ারপার্সন ড. লুৎফুন নাহার সহ বিভাগ দুটির অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা।

পছন্দের আরো পোস্ট