ইবির সমাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তন উপলক্ষে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং ক্যাম্পাসে কর্মরত সকল পত্রিকার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক তিয়াশা চাকমার সঞ্চালনায় চতুর্থ সমাবর্তনের প্রচার উপ-কমিটির সভাপতি প্রফেসর ড. মেহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আশকারী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র-শিক্ষক কেন্দ্রীয় মিলনায়তনের পরিচালক ও বাংলা বিভাগের সহযোগী প্রফেসর ড. বাকী বিল্লাহ বিকুলসহ কুষ্টিয়া, ঝিনাইদহ এবং ক্যাম্পাসে কর্মরত সকল পত্রিকার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Post MIddle

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ কুষ্টিয়ায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি এবং লালন শাহের মাজার পরিদর্শন করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি সমাবর্তনের একদিন আগেই কুষ্টিয়ায় আসবেন বলে আমাদের কথা দিয়েছেন।’

এসময় উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন,‘জন্মলগ্ন থেকে নানা টানা পোড়েনের শিকার হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির শৈশব ও কৈশর কেটেছে নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে। প্রতিষ্ঠার পর থেকে কোন প্রশাসনই কাঙ্খিত লক্ষে নিয়ে যেতে পারেনি। বর্তমান প্রশাসনের সিংহভাগ ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক হওয়ার কারণে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি দরদ, দায়িত্ববোধ এবং জবাবদিহিতা রয়েছে।’

প্রো-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মান-সম্মত শিক্ষকদের দ্বারা উন্নত পঠন পাঠনের কারণে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে যাওয়ার সুজোগ পাচ্ছে। উচ্চ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনাদের কলমের মাধ্যেমে বিশ্ববিদ্যালয়কে আমরা আর্ন্তজাতিক মানের হিসেবে তৈরি করতে বিষয়গুলো তুলে ধরতে হবে।’

পছন্দের আরো পোস্ট