নোবিপ্রবি ছাত্রলীগের আনন্দ মিছিল

বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ) হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। আর এই আনন্দে আজ ৩১অক্টোবর (মঙ্গলবার) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।।

Post MIddle

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক সাকিব মোশাররফ ধ্রুব এর নেতৃত্বে মিছিলটি ভাষা শহীদ আব্দুস সালাম হলের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখাছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি এস এম বদরুল হায়দার রিয়েল, রাজীব বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রত্যয়, মাহমুদ খান শিবলু, সাংগঠনিক সম্পাদক তানজীল বাপ্পী, রায়হান মাহমুদ সহ প্রায় ২০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

পছন্দের আরো পোস্ট