জাবিতে মৌখিক-ব্যবহারিক পরীক্ষার সময়সূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির লিখিত ভর্তি পরীক্ষায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের বিভাগ পছন্দক্রম, সাক্ষাৎকার ও মৌখিক পরীক্ষা ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

‘সি-১’ ইউনিটের (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) লিখিত পরীক্ষায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ১৪ নভেম্বর (১৪ নভেম্বর আখেরি চাহার সোম্বার ছুটি হলে ১৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

Post MIddle

বিভিন্ন কোটা (মুক্তিযোদ্ধার সন্তান, নাতি/নাতনি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী, খেলোয়াড় কোটা (শুধুমাত্র বিকেএসপি) আবেদন ব্যাংক থেকে সংগ্রহ ও শিক্ষা শাখায় জমা ১২ থেকে ১৬ নভেম্বর।

১৯ নভেম্বর ইউনিট ভিত্তিক চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। ২০ নভেম্বর মেধা তালিকা থেকে ভর্তি শুরু হবে এবং তা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। ২০১৮ সালের ৭ জানুয়ারি প্রথমবর্ষের ক্লাস শুরুর সম্ভাবনা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার এবং অন্যান্য তথ্য www.ju-admission.org থেকে জানা যাবে।

পছন্দের আরো পোস্ট