মোরেলগঞ্জে জেডিসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থীদের জন্য রোববার আলোচনা, দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে জেডিসি পরীক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মোঃ আব্দুল লতিফ শেখ। পরীক্ষার প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বিএসসি শিক্ষক আইসিটি ট্রেইনার বুরহানে সুলতান, বিপিএড শিক্ষক জাহিদুল ইসলাম লিটন, এবতেদায়ী প্রধান মাওলানা আব্দুল হালিম, সহকারী মৌলভী মোঃ মোজাহিদুল ইসলাম প্রমুখ।আলোচনার শুরুতে কোরআন তেল ওয়াত করেন পরীক্ষার্থী হাফেজ নাজমুল হোসেন।
বক্তব্যে সুপার আব্দুল লতিফ শেখ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার আধা ঘন্টা আগে কেন্দ্রে থাকবে হবে এবং পরীক্ষায় যাবতীয় নিয়ম কানুন মেনে চলতে হবে। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী মৌলভী আব্দুল হালিম মাল। #