মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা মেলা

আজ (২৮ অক্টোবর ) শনিবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপি শিক্ষা মেলা। কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হৗয়া এই শিক্ষা মেলা চলবে আগামী ৩০অক্টোবর পর্যন্ত।মেলার আয়োজন করেছে বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার লিমিটেড।মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেলা থেকে সরাসরি ছাত্র ছাত্রী ভর্তির সুযোগ ও স্কলারশীপের অফার দিচ্ছে।

মেলা চলবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর সায়িদা তাহমিনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজিশ আলী খান। এডুকেশন ওয়াচ সম্পাদক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে স্বাগত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম খান।
মেলায় থাকছে মালয়েশিয়ার বেশ কিছু প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি।

সাধ্যের ভেতর বিদেশে উচ্চ শিক্ষা, সেই ক্ষেত্রে আপনার পছন্দের দেশ হতে পারে মালয়েশিয়া। পর্যটন কেন্দ্রিক দেশ হওয়াতে এখানে রয়েছে প্রচুর কাজের সুযোগ। পড়াশুনা, থাকা খাওয়ার খরচও কম। মালয়েশিয়ায় রয়েছে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং কলেজ। এই সকল বিশ্ববিদ্যালয় / কলেজ পৃথিবীর উন্নত বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত।

অতএব মালয়েশিয়া থেকে লেখাপড়া করে পৃথিবীর যেকোন দেশে চাকুরী অথবা পরবর্তী পর্যায়ের লেখাপড়ার জন্য চলে যেতে পারবেন। বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করছে। এর মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার অন্যতম।

Post MIddle

আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোম্বর এ বিষয়ে কৃষিবিদ কনভেনশন হলে মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। মেলায় থাকছে মালয়েশিয়ার বেশ কিছু প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি। চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারেন এ মেলায়।

যোগাযোগঃ

বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার, বিটিআই সেন্টার প্লাজা, ৯৫ গ্রীন রোড, ফার্মগেট ।

ফোনঃ ০১৭৮৯৭৭১১৪৪, ০১৭৭৮৩৩৩৩৮৮। www.bmscl.com, Facebook: malaysiastudycentre

পছন্দের আরো পোস্ট