চুয়েটে ভর্তি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর আসন্ন ০১ নভেম্বর, বুধবার অনুষ্ঠিত স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা-২০১৭ উপলক্ষে প্রথমবারের মত বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৮ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রস্থ চুয়েট রিসোর্স সেন্টারে আয়োজিত উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সমন্বয় সভায় আসন্ন ভর্তি পরীক্ষা-২০১৭ উপলক্ষে চুয়েট প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের কাছে সহযোগিতা কামনা করে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েটের ভর্তি পরীক্ষা সারাদেশে একটি সুনাম ও আস্থা অর্জন করেছে। আমরা সেটা যে কোন মূল্যে অক্ষুন্ন রাখতে চাই। চুয়েটের ভর্তি পরীক্ষা অন্যান্য তুলনামূলক ভর্তি পরীক্ষার চেয়ে ব্যতিক্রমী ধারায় হওয়াতে এখানে অসদুপায় অবলম্বলের সুযোগ নেই। দেশের যে কোন প্রান্তের প্রকৃত মেধারী শিক্ষার্থীদের চুয়েটে পড়াশোনার সুযোগ তৈরি করে দিতে আমরা বদ্ধপরিকর। সেজন্য প্রশাসনের প্রত্যেক অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা প্রয়োজন। চুয়েটের পক্ষে উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর প্রধান প্রকৌশলী জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ডিসি (উত্তর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, ডিজিএফআই’র উপ-পরিচালক জনাব মোঃ আকলাকুল আরেফিন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক (জিএম) জনাব মোঃ আবু বকর সিদ্দীকী, সিএমপি’র এডিসি (ট্রাফিক-উত্তর) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব আবদুস সামাদ শিকদার, চট্টগ্রাম ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক জনাব মোঃ কামাল উদ্দীন ভূঁইয়া, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সহকারী পরিচালক জনাব বি.এম শাহরিয়ার মজিদ, সিডিএ’র সহকারী প্রকৌশলী জনাব আসাদ বিন আনোয়ার, ডিজিএফআই’র উপ-পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, রাঙ্গুনিয়া সার্কেলের পুলিশ পরিদর্শক জনাব মোঃ ফরহাদ আব্বাস, রাউজান থানার পুলিশ পরিদর্শক জনাব মধুসুধন নাথ প্রমুখ।