ইবিতে আইনি শিক্ষা ও পাঠ্যক্রম প্রকাশনা উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইনি শিক্ষা ও পাঠ্যক্রম প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) ও আইন বিভাগ এর যৌথ আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

Post MIddle

জানা যায়, আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফাতেমাতুল জান্নাত চৈতি ও শাহেদ হাসানের সঞ্চালনায় বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. নুরুন নাহার, আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. কাজী মোহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর ড. আক্রাম হোসাইন মজুমদার, প্রফেসর ড. শাহজাহান মন্ডল, প্রফেসর ড. রেবা মন্ডল, সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টায় বিশ্বব্যাংক ও হেকেপের সহযোগীতয় প্রতিষ্ঠিত মুট কোর্ট গ্যালারি, জুরিস্টিক ক্লিনিকসহ চারটি প্রজেক্ট এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম বলেন, ‘আধুনিক পদ্ধতিতে আইন শিক্ষা প্রণয়নের লক্ষ্যে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রথম ইবির আইন বিভাগে আইনি শিক্ষা ও পাঠ্যক্রম প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হল।’

পছন্দের আরো পোস্ট