নটর ডেম কলেজে দুই দিনব্যাপী বিজনেস ফেস্ট

রাজধানীর নটর ডেম কলেজে গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজনেস ফেস্ট বাংলাদেশ সিজন থ্রি। শুক্রবার সকাল নয়টায় বিজনেস ফেস্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন ফাদার আন্তোনি সুশান্ত সিএসসি গোমেজ। এতে বিজনেস আইকন হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য চৌধুরী মফিজুর রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ছিলেন অভিনেতা সৌমিক আহমেদ।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের ব্যবসায় বাস্তবিক জ্ঞান অর্জনের জন্যে গত দুই বছর ধরে এই বিজনেজ ফেস্টের আয়োজন করা হয়েছে। বিজনেস ফেস্টের জেনারেল সেক্টেটারি আশিক চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘পাঠ্যবই পড়ে আসলে ব্যবসা-বাণ্যিজ্যের বাস্তব অভিজ্ঞতা লাভ করা যায় না। তাই আমরা এই ফেস্টের আয়োজন করেছি। এখানে ছাত্র-ছাত্রীরা স্টল দিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করছে। এতে করে তারা ব্যবসা-বাণিজ্যের ধারণা লাভ করছেন।’

Post MIddle

মন্ত পিউস রোজারিও সিএসসি, বিজনেস আইকন হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের ডিরেক্টর আমজাদ হোসেন।

এবারের বিজসেন ফেস্টে দেশের ১২০টি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে প্রায় ৯০০ ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে। বিজনেস ফেস্ট বাংলাদেশ সিজন থ্রি আয়োজন করেছে নটরডেম কলেজ বিসনেস ক্লাব।

পছন্দের আরো পোস্ট