জাবিতে প্রজাপতি মেলা ৩ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবারে মতো এ বছরও প্রজাপতি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।আগামী ৩ নভেম্বর ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’’ এই স্লোগানকে সামনে রেখে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার মেলার আহবায়ক ও প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৩ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে নয়টায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

Post MIddle

প্রতিবছরের ন্যায় এবারের মেলায়ও থাকছে বণার্ঢ র‌্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী,প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এছাড়া মেলায় প্রজপতির উপর বিশেষ অবদানের জন্য একজন বিদেশীকে এবার প্রজাপতি এ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানা যায়।

পছন্দের আরো পোস্ট