দরকার বাবাত্বও
মা এমন! মা অমন! মা জীবন! মা মরণ!
এমন, অমন, জীবন-মরণেও বাবা হবে স্মরণ।
যে মাকে পায়নি,সে হয়তো কিছুই পায়নি!
আর যে বাবাকে পায়নি,সব পেয়েও কিছুই তার হয়নি।
মা তো ভাগ্যবতী! সন্তান তাও বলে ভালবাসি ভালবাসি!
বাবা তো বঞ্চিত হয়,দেখতেও বাচ্চার হাসি!
কাকে পাশে চাও? বেশি চাও? আসে যখন প্রশ্ন!
মা,মা এবং মা উত্তরটাই বেশি আসন্ন!
তাহলে বাবা, বাবা কোথায় গেল, কি পেল ?!
তার কিছুই লাগে না,সে খুশি যে সে দিলো।
কিন্তু যদি কেউ হারায় বাবার ছায়াঁ!
হারাম হয়ে যায় পৃথিবীর সব মায়া।
আমি অভাগা বলবো, আজন্ম তাকেঁ!
যে, না পেয়ে বাবাকে, মনে তার ছবি আকেঁ।
সে জানে যার বাবাটা নেই,সামনে কত ফাদঁ!
ঠিক যেন বসত ঘরের নেই ছাদ!!
কিছছু থামবে না,সব চলবে,যে যার মত করে,
তুমিও বড় হবে,সবার মাঝে,পরে পরে।
আর যার বাবা ছায়া থেকেও অদৃশ্য!
তার দুঃখের সাথে কারো নাই সাদৃশ্য।
বাবা একটা পথ,পথপ্রদর্শক,একটা প্রেরণা!
বাবাটা না থাকলে কেউ করবে না করুণাও।
বাবা খালি নাম নয় এটা একটা অনুভূতি, পদবী!
এখনো একটাও খারাপ বাবা দিতে পারেনি পৃথিবী।
জীবনান্তেও মায়ের অজস্র গুরুত্ব।
তারপরও হাজারবার দরকার বাবাত্ব।