জাবিতে আনন্দশালা’র অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত অটিষ্টিক শিশুদের বিকাশ কেন্দ্র আনন্দশালা’র অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে সিনেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম কেক কাটেন। অনুষ্ঠানে উপাচার্য তাঁর ভাষণে বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মমতা প্রয়োজন। মমত্ব দিয়েই অসহায় মানুষকে ধরে রাখতে হয়। তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূল স্রোতে আনার জন্য দূরদর্শী চিন্তা করতে হবে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনন্দশালাকে পূর্ণ সহযোগিতা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ইচ্ছে প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, এশীয় বুদ্ধিপ্রতিবন্ধি ফেডারেশনের সভাপতি জওহারুল ইসলাম মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন আনন্দশালার পরিচালক (অনারারী) অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী।
উল্লেখ্য, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটিষ্টিক শিশুদের এ ধরনের স্কুল রয়েছে। ২০০৯ সালের ২৮ অক্টোবর আনন্দশালা যাত্রা শুরু হয়।