প্রশাসনকে ইবি কর্মচারীদের ৭ দফা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ কর্মচারী সমিতি প্রশাসনকে ৭ দফা দাবি সম্বলিত একটি স্বারক লিপি প্রদান করেছে। বুধবার বেলা সাড়ে ১১টা উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কার্যালয়ে গিয়ে এ স্বারকলিপি প্রদান করে তারা।
জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় সাধারণ সভার আয়োজন করে সাধারণ কর্মচারী সমিতি। সভা শেষে সাধারণ কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম স্বাক্ষরিত স্বারকলিপিতে উল্লিখিতদাবিগুলো হচ্ছে,
সাধারণ কর্মচারীদের পদোন্নতি প্রদান। মৃত্য কর্মচারীদের সন্তান অথবা স্ত্রীর এক মাসের মধ্যে চাকুরী প্রদান করা। চাকুরীর বয়স ৫৮ বছরে উপনিত হওয়ার পর তৃতীয় শ্রেণীর বেতন স্কেল প্রদান করা। স্কেল অনুযায়ী ওভার টাইম বৃদ্ধি করতে হবে।থোক কর্মচারীদের এক মাসের মধ্যে স্থায়ীভাবে চাকুরী প্রদান করতে হবে। কর্মচারীদের পোশাক বাবদ ভাতা বৃদ্ধি করতে হবে। নিরাপত্তা প্রহরীদের নৈশ্যকালীন ভাতা বৃদ্ধি করতে হবে।