ইবিতে প্রতিবন্ধী ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিবন্ধী ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রকল্যাণ পরিষদের নতুন সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সুলতান মির্জা এবং সাধারণ সম্পাদক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের জাকিরুল ইসলাম সাগর মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল উজির, কোষাধ্যক্ষ রহমতুল্লাহ, সহকারী কোষাধ্যক্ষ পার্থ প্রতীম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মমিনুর রহমান, দপ্তর সম্পাদক মোস্তাকিম রাজ, ক্রিড়া সম্পাদক গোলাম মোস্তফা জনী, মহিলা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আহাদ, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক লিটন প্রমুখ। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি আব্দুল করিমসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিষদের সাবেক সভাপতি আব্দুল করিম জানান,‘২০০৭ সালের ৫ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্রকল্যাণ পরিষদ গঠিত হয়। আজকে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হল। আগামী তিন বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।