সংস্কার হচ্ছে জাবির অমর একুশে ভাস্কর্য

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে নির্মিত ‘অমর একুশে’ ভাস্কর্য সংস্কার করা হচ্ছে। নির্মাণের ২৬ বছর পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে ভাস্কর্যটি সংষ্কারের কাজ শুরু হয়েছে।

Post MIddle

উল্লেখ্য, ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে মহান ভাষা শহীদদের স্মরণে শিল্পী জাহানারা পারভীনের নকশার ভিত্তিতে ‘অমর একুশে’ ভাস্কর্যটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সংস্কার না করা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ভাস্কর্যটি বেহাল হয়ে যায়। প্রশাসনকে বারবার অবহিত করার পর এ বিষয়ে প্রথমবারের মতো পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবি উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম বলেন, সম্প্রতি শিল্পী জাহানারা পারভীনের সঙ্গে আলোচনার পর তার তত্ত্বাবধায়নেই ভাস্কর্যটি সংস্কার করা হচ্ছে। অমর একুশে ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি সম্পত্তি। অনেক আগেই এটি সংস্কার করার কথা ছিল। ভাস্কর্যটি সংস্কারের বিষয়ে কোথাও থেকে কোন সহযোগিতা না পাওয়ায় অবশেষে বিশ্ববিদ্যালয়ের দেয়া বরাদ্দকৃত অর্থেই সংস্কারের উদ্যোগ হাতে নিয়েছি।

পছন্দের আরো পোস্ট