শাটেল টাইম টিচার ট্রেনিং কোর্স
গতকাল (২৪ অক্টোবর) মঙ্গলবার দিনব্যাপী ফেনীর খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় “শাটেল টাইম টিচার ট্রেনিং কোর্স-২০১৭” অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী চলা এ প্রশিক্ষণে ফেনী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২জন শিক্ষক/শিক্ষিকা অংশগ্রহন করেন। কোর্সের প্রথম সেশনে ব্যাডমিন্টনের বেসিক সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়। দ্বিতীয় সেশনে প্রশিক্ষণ নেয়া শিক্ষকরা প্রশিক্ষন দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের।
প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আমির হোসেন বাহার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক সাহেদ উদ্দিন মিল্লাত, ব্যাডমিন্টন প্রশিক্ষক আব্দুল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাইফুর রহমান।