ইয়ুথ এগেইন্‌স্ট হাঙ্গারের ‘যুব সম্মেলন’ ৪ নভেম্বর

LEADERSHIP IS NOT A TITLE. IT’S A BEHAVIOR, LIVE IT
এই স্লোগান কে সামনে রেখে আসছে আগামি ৪ নভেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং & টেকনোলোজি তে আয়োজিত হতে যাচ্ছে এক যুব সম্মেলন।

এই সম্মেলন কে প্রাণবন্ত করতে অতিথি হিসাবে থাকবেন ” সাড়া জাগানো অনলাইন স্কুলের (১০ মিনিট স্কুল) প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, দ্যা নাভিদ মাহবুব টিভি শো এর হোস্ট প্রখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান নাভিদ মাহবুব এবং হাংগার ফ্রি ওয়াল্ড এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন স্যার। আয়োজনটির পুরো আয়োজক হিসাবে থাকবে লেদার ইন্সটিটিউট এর স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়ূথ এগেইন্‌স্ট হাঙ্গার”, যারা দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত পৃথিবীর স্বপ্নে কাজ করে যাচ্ছে।

Post MIddle

যুব সম্মেলনে অংশগ্রহনে রেজিষ্ট্রেসন ফি মাত্র ১০০ টাকা। সংগ্রহণকৃত অর্থ কাজে লাগানো হবে দুস্থ মানুষের কল্যানে। অনুষ্ঠান টি শুরু হবে ৪ নভেম্বর, শনিবার সকাল ৯.৩০ এ।

ইভেন্ট লিংক-
https://www.facebook.com/events/477103969327590/?ti=cl
অনলাইন রেজিস্ট্রেশন লিংক- https://docs.google.com/…/1FAIpQLSfXOpeJszhhkDiIak…/viewform
প্রয়োজনে যোগাযোগ :01611212071

পছন্দের আরো পোস্ট