চুয়েটে ভর্তি পরীক্ষা উপলক্ষে ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর আসন্ন ভর্তি পরীক্ষাকে সামনে রেখে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ছাত্র সংগঠনগুলোর মডারেটর ও প্রতিনিধিদের সাথে এক বৈঠক ও মতবিনিময় করেছেন। গত ২৩ অক্টোবর (সোমবার), ২০১৭ খ্রি. বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের প্রধান কনফারেন্স কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় চুয়েট ছাত্রকল্যাল পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, উপ-ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলামসহ চুয়েটের নিবন্ধিত সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন জেলা সমিতির সম্মানিত মডারেটরবৃন্দ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ভর্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপলক্ষে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সার্বিক প্রচেষ্টা কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।