চুয়েটে বৃহস্পতিবার ‘ইউআরপি ডে’ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচী
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর নগর ও অঞ্চল পরিকল্পনা (আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং) বিভাগের আয়োজনে আগামী ২৬ অক্টোবর (বৃহস্পতিবার), ২০১৭ খ্রি. ‘ইউআরপি ডে-২০১৭’ অনুষ্ঠিত হবে। ‘প্ল্যানিং ফর বেটার ফিউচার’ শিরোনামে এবারের ইউআরপি ডে উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণ করেছে বিভাগটি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর মাননীয় চেয়ারম্যান জনাব আবদুচ ছালাম। এতে সভাপতিত্ব করবেন নগর ও অঞ্চল বিভাগের প্রধান অধ্যাপক ড. আসিফুল হক।
দিবসটি উপলক্ষে ‘চট্টগ্রামের সাম্প্রতিক জলাবদ্ধতা ও পরিবহণ সমস্যা’ বিষয়ে একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সভাপতি ড. একেএম আবুল কালাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আকতার মাহমুদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী আশরাফ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ডিটেইল এরিয়া প্ল্যানের প্রজেক্ট ডিরেক্টর জনাব মোঃ আশরাফুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর ডিটেইল এরিয়া প্ল্যানের প্রজেক্ট ডিরেক্টর জনাব মোহাম্মদ আবু ঈসা আনসারী, শেলটেক প্রাইভেট লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জনাব মোঃ আরিফুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে- আনন্দর্যালী, সেমিনার, টেকনিক্যাল পেপার উপস্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট প্রভৃতি।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আকতার মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ। পুরো আয়োজনে স্পন্সর হিসেবে থাকছে ওভারসীজ মার্কেটিং কর্পোরেশন (ওএমসি), ইস্টার্ন হাউজিং লিমিটেড (ইএইচএল) এবং রয়েল সিমেন্ট লিমিটেড।