জাবির অধ্যাপকের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আফজাল হোসেন (৬৭) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২২ অক্টোবর) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে—রাজেউন।

Post MIddle

ড. আফজাল হোসেনের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপাচার্য বলেন, ড. আফজাল হোসেনের মৃত্যুতে ইংরেজি সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। ইংরেজি বিভাগের খ্যাতিমান এই অধ্যাপকের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারও শোকাহত। উপাচার্য মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, আফজাল হোসেন ১৯৫০ সালের ৩০ জুন নাটোরের সিংগ্রা থানার পেরেরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালের জানুয়ারি মাসে প্রভাষক হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করেন। তিনি ১৯৮৫ সালে সহকারী অধ্যাপক, ১৯৮৮ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১১ সালে ইংরেজি বিভাগ থেকে তিনি অবসর গ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট