চুয়েটের ইইই বিভাগে ‘আইকিউএসি’ এর ওয়ার্কশপ অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউর্যান্স সেল’ (আইকিউএসি) এর নিয়মিত ওয়ার্কশপ অদ্য ২৩ অক্টোবর (সোমবার), ২০১৭ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। এবারের ওয়ার্কশপের বিষয়বস্তু ছিল ‘শেয়ারিং দ্যা সার্ভে রেজাল্ট’।
বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভায় সভাপতিত্ব করেন ইইই বিভাগের সেলফ এ্যাসেসমেন্ট কমিটির প্রধান ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান।
এছাড়া বক্তব্য রাখেন ইইই বিভাগের সেলফ এ্যাসেসমেন্ট কমিটির অপর দুই সদস্য সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রুবাইয়াৎ তানভীর হোসাইন এবং সহযোগী অধ্যাপক জনাব আইনুল আনাম শাহাজামাল খান। এ সময় ইইই বিভাগের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।