চুয়েটে জমকালো আয়োজনে ‘সিএসই ফেস্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে তিনদিন ব্যাপী প্রযুক্তি উৎসব ‘সিএসই ফেস্ট-২০১৭’ সম্পন্ন হয়েছে। অদ্য অদ্য ২২ অক্টোবর (রবিবার), ২০১৭ খ্রি. বিশ্ববিদ্যালয়ের সিএসই ভবনের সামনে থেকে আনন্দর‌্যালীর মাধ্যমে ‘সিএসই ফেস্ট-২০১৭’ এর সমাপনী দিনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় রঙ-বেরঙের ফেস্টুন-ব্যানার হাতে শিক্ষক-শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। সিএসই বিভাগের বিদায়ী র্শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ উপলক্ষে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়।

Post MIddle

এদিকে ‘সিএসই ফেস্ট-২০১৭’ উপলক্ষে চুয়েট কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বর্তমান সময়টা তথ্যপ্রযুক্তির ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এখন স্বপ্ন নয়, বাস্তবতা। তথ্যপ্রযুক্তি খাতে বর্তমান সরকার প্রায় ৫ বিলিয়ন আয়ের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। উক্ত মহাপরিকল্পনা দেশের সিএসই বিভাগের শিক্ষার্থীদের হাত ধরেই বাস্তবায়ন হবে। চুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীরাও এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। সম্প্রতি অনুমোদিত চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটর বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে সিএসই’র শিক্ষার্থীরা।

সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কৌশিক দেব, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন সিএসই ফেস্ট-২০১৭ এর কনভেনর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে চুয়েটের সিএসই বিভাগের আয়োজনে প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৭ এর বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

পছন্দের আরো পোস্ট