প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯৯২ সালের ২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর। বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী পালনের লক্ষ্যে গাজীপুর ক্যাম্পাসসহ সারাদেশের ২২৪৯টি অধিভুক্ত কলেজে তিনদিনের অনুষ্ঠানমালা গ্রহণ করা হয়েছে।

২১শে অক্টোবর ২০১৭
সকাল ১০ টায় ২২৪৯টি কলেজে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ এ অভিন্ন ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের আনন্দ শোভাযাত্রা। উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ দিন সকাল ১০টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে আনন্দ শোভাযাত্রায় যোগ দেবেন।

Post MIddle

২৫শে অক্টোবর ২০১৭
সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি এমপি, এডভোকেট রহমত আলী এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব জাহিদ আহসান রাসেল এমপি এবং সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব সিমিন হোসেন রিমি এমপি উপস্থিত থাকবেন। *সকাল ১১.০৫ টায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়কে রজতজয়ন্তীর শোভাযাত্রা, *১১.৩০ টায় ডক্যুমেন্টারি প্রদর্শন, *১১:৪০ উদ্বোধনী দিবসের আলোচনা সভা, *বেলা ১:০০ টায় স্মৃতিচারণ।

২৬শে অক্টোবর ২০১৭
*সকাল ১০ ঘটিকায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি এবং মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রতিষ্ঠাবার্ষিকী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। *সকাল ১০:০৫ টায় ডক্যুমেন্টারি প্রদর্শন, *১০:১৫ টায় আলোচনা সভা, *বিকেল ২:৩০ টায় স্মৃতিচারণ, *৩:৩০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৫ ও ২৬ তারিখের কেন্দ্রীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

পছন্দের আরো পোস্ট