ইবিতে তারুণ্যের সচেতনতামূলক র‌্যালি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’ সচেতনতামূলক র‌্যালি করেছে। আজ (২১ অক্টোবর) ক্যাম্পাসে রক্তদানে সচেতনতা বৃদ্ধিতে এ কর্মসূচি পালন করে তারা।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক সংগঠন ‘তারুণ্য’ রক্তদানে সচেতনতা বৃদ্ধিতে ১৫ দিন ব্যাপি রক্তদাতা সদস্য সংগ্রহ-২০১৭ কর্মসূচি শুরু করেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে র‌্যালি বের করে সংগঠনের সদস্যরা। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে গিয়ে শেষ হয়। র‌্যালিতে তারুণ্যের প্রধান উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনজুর রহমান, তারুণ্যের সভাপতি মমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক ওয়াহেদ জুবেরী সিজারসহ তারুণ্যের সকল সদস্যরা উপস্থিত ছিলেন ।

এর আগে রক্তদানে সচেতনতা বৃদ্ধির জন্য ১৫ দিন ব্যাপি প্রচার কর্মসূচির উদ্বোধন করেন উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। পরে তারুণ্যের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রচারণা চালানো হয়।

পছন্দের আরো পোস্ট