মেট্রোপলিটনে রোভার স্কাউটের ডে ক্যাম্প

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট শহরতলির বটেশ্বরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Post MIddle

‘সেবাই শান্তির ধর্ম’ স্লোগানে ডে ক্যাম্পের নিয়ন্ত্রক ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের আরএসএল নওসাদ আহমদ চৌধুরী। ক্যাম্পে মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের ৩২ জন রোভার ছাড়াও সিলেট বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি শুকরান আহমদ রানা, জেলা রোভার অঞ্চলের প্রতিনিধি তানজিল আহমদসহ প্রাক্তন রোভাররা অংশগ্রহণ করেন। ডে ক্যাম্প অনুষ্ঠানের আহবায়ক ছিলেন রোভার স্কাউট গ্রুপের বীপ্রজিত তালুকদার, কোষাধ্যক্ষ ছিলেন বাপ্পী এবং গার্ল ইন রোভার ছিলেন ফাতেমা।

ডে ক্যাম্পের কর্মসূচীর মধ্যে ছিল হাইকিং, ট্রেনিং, তাবু তৈরী ও পর্যবেক্ষণ, গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অ্যারেনা তৈরী, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।

পছন্দের আরো পোস্ট