সাদার্নে ইয়ূথ লিডারশিপ ইন কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক বিষয়ক কর্মশালা

সাদার্ন ইউনিভার্সিটির সাধারণ শিক্ষা বিভাগের উদ্যোগে“ ইয়ূথ লিডারশিপ ইন কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক” বিষয়ক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্টাডিস কোর্সের অংশ হিসেবে সামাজিক উন্নয়নে যুব নেতৃত্ব সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে সাদার্ন প্রফেশনাল এডুকেশন ফর এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট(এসপিইইডি) ও ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি(আইএমআইটি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে প্রশিক্ষণ প্রদান করেন ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ের শিক্ষক ও সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান ও চট্টগ্রাম সোশ্যাল সার্ভিস বিভাগের সোশ্যাল সার্ভিস অফিসার মো. ওয়াহিদুল আলম।

Post MIddle

সাধারণ শিক্ষা বিভাগের প্রধান ড. সাখাওয়াত উল্লাহ চৌধুরীর পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন ইউনিভার্সিটির ইংরেজি, ইইই, কম্পিউটার সায়েন্স, ফার্মেসি, আইন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা । কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইএমআইটি’র মো. গিয়াস উদ্দিন। পরে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান।

পছন্দের আরো পোস্ট